অনলাইন ডেস্ক
মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে দ্য সিম্পসন্সের ভক্তরা মনে করেন, দীর্ঘকাল ধরে চলমান এই অ্যানিমেটেড কমেডি বেশ কয়েক বছর আগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছে এবারের বিজয়ী সম্পর্কে।
এর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল সিম্পসন্স কার্টুন। কারণ অনেক বছর আগেই এই শো-এর একটি ক্লিপে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। বিশ্বজুড়ে আলোচিত এমন আরও বেশ কিছু ঘটনা সিম্পসন্সের ভবিষ্যদ্বাণীর সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায়।
এবার সিম্পসন্সের দুই দশক আগের একটি ক্লিপের উদাহরণ টেনে সিম্পসন ভক্তরা বলছেন, এবার কমলা হ্যারিসই আসন্ন নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন।
জানা যায়, ২০১৬ সালে ট্রাম্পের বিজয় সম্পর্কে সিম্পসন ভবিষ্যদ্বাণী করেছিল ২০০০ সালেই। সে বছর এই কমেডির সিজন ১১-এর ‘বার্ট টু দ্য ফিউচার’ নামে একটি পর্বে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
পর্বটিতে দেখানো হয়, বেগুনি রঙের স্যুট পরা লিসা নামে একটি নারী চরিত্র ট্রাম্পের নেতৃত্বে একটি ভয়ানক মেয়াদের পরে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন। ওই পর্বটির একটি ভাইরাল হওয়া ক্লিপে লিসাকে বলতে শোনা যায়—‘আপনারা জানেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে বাজেটের বড় সংকট পেয়েছি।’
ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল ২০২১ সালে। তত দিনে কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আর ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন।
সেই সময়টিতে অনেকেই অনলাইনে উল্লেখ করেছিলেন, কমলা হ্যারিস শপথ নেওয়ার সময় লিসার মতোই একটি পোশাক পরেছিলেন। তাঁর কানে মুক্তার দুল এবং গলায় একটি মুক্তার নেকলেস সহ গায়ে ছিল একটি বেগুনি ব্লেজার।
চলতি বছরের জুলাইয়ে লিসা এবং কমলা হ্যারিসের দুটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন সিম্পসন্সের নির্মাতা আল জিন। তিনি লিখেছেন, ‘দ্য সিম্পসন ভবিষ্যদ্বাণী। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’
সিম্পসন কার্টুনে যেহেতু লিসা পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, তাই ভক্তরা বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে কমলাই জয়ী হবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট হবেন।
আল জিনের পোস্টের নিচে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমরা সবাই জানি, সিম্পসন্সের ভবিষ্যদ্বাণী করার অদ্ভুত ক্ষমতা রয়েছে। একটি পর্বে লিসা প্রেসিডেন্ট হন এবং তিনি প্রধানত বেগুনি স্যুট এবং মুক্তো পরিধান করেন। এটিকে আমি কাকতালীয় মনে করি না।’