হোম > ইসলাম

৩০ লাখ ওমরাহযাত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব

ইসলাম ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষে সারা বিশ্ব থেকে আগত ওমরাহযাত্রীদের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র দুই মসজিদ কর্তৃপক্ষ এবার দেশটির পবিত্রতম স্থানগুলোতে ৩০ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে বলে আশা করছে।

সূত্র জানায়, বিপুলসংখ্যক মুসল্লির ইবাদত পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস ৬ মার্চ এ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ১২ হাজারের বিশাল কর্মী বাহিনী নিয়ে ওমরাহযাত্রীদের সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আল-সুদাইস বলেন, ‘পবিত্র দুই মসজিদসহ অন্যান্য স্থানে আগত মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন।’

আল-সুদাইস আরও বলেন, ‘এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৭ হাজার ওমরাহযাত্রী পবিত্র কাবাঘর তাওয়াফ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে সর্বোত্তম সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। মুসল্লিদের কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ, পবিত্র দুই মসজিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ভ্রমণ আনন্দময় করা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।’ 

সূত্র: গালফ নিউজ

মিরাজের প্রেক্ষাপট ঘটনাপ্রবাহ ও শিক্ষা

মিরাজ সম্পর্কে প্রচলিত ৩ ভুল বিশ্বাস

কাজা রোজা সম্পর্কে যা জানতে হবে

খলিফা ওমরের সাফল্যের নেপথ্যে ৪ গুণ

ইমানি শক্তি বাড়ে যে ৩ আমলে

নামাজের ইমামতি করতে যে যোগ্যতা দরকার

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

সেকশন