হোম > ইসলাম

আল্লাহর গুণবাচক নামের বরকত ও ফজিলত

শরিফ আহমাদ

আল্লাহ তাআলার অগণিত নাম রয়েছে। সবগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। প্রতিটি নাম আল্লাহর গুণ-বৈশিষ্ট্যের পরিপূর্ণতার প্রমাণ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে। আর তাদেরকে বর্জন করো, যারা তাঁর নাম বিকৃত করে। সত্বরই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে।’ (সুরা আরাফ: ১৮০)

মক্কার কাফেররা গুণবাচক নামগুলো সম্পর্কে জানা সত্ত্বেও আল্লাহকে সেসব নামে ডাকতে দ্বিধা করত। হঠকারিতাবশত প্রশ্ন করত, রহমান কে? পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যখন তাদের বলা হয়, সিজদাবনত হও রহমানের প্রতি, তখন তারা বলে, রহমান আবার কী? তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করব? আর এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।’ (সুরা ফুরকান: ৬০)

তাদের জবাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘বলুন, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সব সুন্দর নামই তো তাঁর।’ (সুরা বনি ইসরাইল: ১১০)

আল্লাহর গুণবাচক নামগুলো কোরআনে ও হাদিসের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। কিছু হাদিসে ৯৯টি নামের কথা উল্লেখ করা হয়েছে। অবশ্য এর বাইরে আরও অনেক নাম রয়েছে। নামগুলো আল্লাহর শ্রেষ্ঠ গুণাবলির প্রতিনিধিত্ব করে। তাঁর অসীম ক্ষমতা, জ্ঞান, দয়া ও শাসনের পরিচয় বহন করে। এসব নাম মুখস্থ করা, অর্থ অনুধাবন করা এবং জীবনে তার প্রতিফলন ঘটানোর মাধ্যমে একজন মুমিন জান্নাতের সুসংবাদ লাভ করতে পারে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এগুলোর হেফাজত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বিজোড়। তাই তিনি বিজোড়ই পছন্দ করেন।’ (বুখারি: ৫৯৬৮; মুসলিম: ২৬৭৭)

লেখক: শিক্ষক ও খতিব

পবিত্র কাবায় শিশুদের নিরাপত্তায় বিনা মূল্যে ‘সেফটি ব্রেসলেট’

চার দশক বুখারি শরিফ পড়ানো শায়খুল হাদিস মাহবুবুল হক কাসেমীর ইন্তেকাল

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিমের ইন্তেকাল

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও পরকালীন পুরস্কার

আজকের নামাজের সময়সূচি: ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের কারণে এগিয়ে এল কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা

শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অব লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

প্রবীণ সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দি আর নেই

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫