হোম > জাতীয়

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন আবেদন খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৩ মার্চ মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

শুনানিতে মনসুরুল হক বলেন, বাবুল আক্তার দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। এই মামলায় ৯৭ জন সাক্ষী। আদালত বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিচ্ছি।’ মনসুরুল হক বলেন, ছয় মাস কেন, ছয় বছরেও নিষ্পত্তি হবে না। আপনি লিখে দেন, নিষ্পত্তি না হলে জামিন বিবেচনা করতে।’ আদালত বলেন, ‘কত দিন কাস্টডি?’ মনসুরুল হক বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে।’ 

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ছয় মাসে হবে না। এক বছর করে দেন।’ আদালত বলেন, ‘ছয় মাসের মধ্যে অনেক বড় বড় মামলা নিষ্পত্তি করেছি।’ একপর্যায়ে আদালত আদেশ লিখতে শুরু করলে মনসুরুল হক বলেন, ‘নট প্রেস করে দেন।’

পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন

চরম জলবায়ু পরিস্থিতিতেও খাদ্য উৎপাদন বাড়িয়েছে বাংলাদেশ: আইএইএ

দিল্লিতে হাইকমিশনার নিয়োগে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

দাম বেড়েছে সব ফলের, বিক্রি নেমেছে অর্ধেকে

রান্নার চুলা জ্বলছে না, ধুঁকছে কারখানাও

সরকারি খরচে লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন

১৩ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ

১৯৭২ সালের সংবিধান ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালনের দলিল, প্রয়োজনে বাতিল’ হবে

জুলাই–আগস্টের গণহত্যা: ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে ট্রাইব্যুনালের নির্দেশ

এস আলম পরিবারের ৩৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

সেকশন