হোম > জাতীয়

বিচারবহির্ভূত হত্যা নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে, মিডিয়াকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এখন দেশ যখন ভালো অবস্থানে এসেছে, অর্থনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য তাদের মাতব্বরি বেড়েছে। আর এটার জন্য মিডিয়া বহুলাংশে দায়ী। যারা মাতব্বরি করে, তাদের দেশেই অহরহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, মানুষ ন্যায়বিচার পাচ্ছে না।

আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

গণমাধ্যমকর্মীদের সেসব দেশের রাষ্ট্রদূতের কাছে তাঁদের দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞেস করতে পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 

আব্দুল মোমেন বলেন, ‘বর্তমান সরকার কাউকে বিনা বিচারে হত্যা করে না। দুর্ঘটনা সব দেশেই ঘটে। সে জন্য সরকার দায়ী না। কালে-ভদ্রে একটা ঘটনা ঘটলে আপনারা এটা নিয়ে অনেক বলেন। এটা ঠিক নয়। বিদেশে বিচারবহির্ভূত হত্যা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে।’

‘সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের শক্ত হাতে দমন করছে’ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নানা বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়। অথচ বাংলাদেশ সম্পর্কে তাঁদের ধারণা খুবই সামান্য।’ 

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনাকারী দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আব্দুল মোমেন আরও বলেন, ‘আমরা অত পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ। যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, সবগুলো স্বচ্ছ হয়েছে। ১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তিরিশ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?’ 

বেলা দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে যান পররাষ্ট্রমন্ত্রী। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগর ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ 

সিলেটে নারীদের খেলাধুলা করার ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় এই সংসদ সদস্য একে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন, সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। এরপরও এখানের স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে।’ 

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

এমবিবিএসে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

‘গোল্ডেন হুইট’ রঙের পোশাকে মাঠে থাকবে আনসার

দুদকের ২ মামলার আসামি বাহার, একটিতে মেয়ে

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

কালো ছেড়ে ‘গ্রিন অলিভ’ পোশাকে র‍্যাব

৩০ অক্টোবরের পর দেশ ছেড়েছে ১৫ হাজার ৬১৮ অবৈধ বিদেশি

সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়ার অনুমোদন পেল বিজিবি

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে

সেকশন