নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। আজ মঙ্গলবার দলটির চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি ও ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকীর দেওয়া যৌথ বিবৃতিতে এ স্বাগত জানানো হয়।
দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরীর স্বাক্ষরে এ বিবৃতি পাঠানো হয়।
কোনো স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিল করতে না পারে, ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানের এই অর্জন সুকৌশলে বিনষ্ট করে যেন ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
কিছু দুষ্কৃতকারী বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ, মাজার এবং খানকাহ সমূহে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করে দুই নেতা বলেন, যার কারণে আমরা চরমভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি-ঘর ও সরকারি-বেসরকারি এবং স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন স্থাপনা ও জাদুঘরে হামলাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দাবি জানান।
তরীকত ফেডারেশনের দুই নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ যাবৎ নিহত, ছাত্র, সাংবাদিক, পুলিশ ও শিশুসহ সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান।