হোম > রাজনীতি

দেড় যুগ পরে ঢাকা কলেজ ছাত্রদলের ৬ হলে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার ৬টি হলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এই কমিটি অনুমোদন করেন। মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নর্থ হলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির মধ্যে রয়েছে সভাপতি সুমন সিকদার, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাহিন হাসান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসাইন (শান্ত)।

শহীদ ফরহাদ হোসেন হলের আংশিক কমিটির মধ্যে রয়েছে সভাপতি বি. কে হাসান ফরাজী, সিনিয়র সহসভাপতি গোলাম রসুল সোহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন (আদর), সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন।

ইন্টারন্যাশনাল হলের আংশিক কমিটির মধ্যে রয়েছে সভাপতি আলী হাসান, সিনিয়র সহসভাপতি রাশিকুল ইসলাম শাহিল, সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলফাজ উদ্দিন মালিতা, সাংগঠনিক সম্পাদক মাজিদুর রহমান সৈকত।

আখতারুজ্জামান ইলিয়াস হলের আংশিক কমিটির মধ্যে রয়েছে সভাপতি এনামুল হক শান্ত, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল কিষাণ, সাংগঠনিক সম্পাদক নাদিম খান।

দক্ষিণায়ন হলের সভাপতি মো. মহিব্বুল্লাহ, সিনিয়র সহসভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক শাওন খন্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফত (ইমু)। 

সাউথ হল শাখা ছাত্রদলের আংশিক কমিটির মধ্যে রয়েছে সভাপতি শরীফ হোসাইন মিন্টু, সিনিয়র সহসভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

সেকশন