হোম > রাজনীতি

এবি পার্টির জাতীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা। ছবি: আজকের পত্রিকা

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন এবং ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

রাজধানীর বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ২০২০ সালে দলটির যাত্রা শুরু হলেও ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে দলটির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’

পার্টির অন্যতম উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।’

নির্বাচনী তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, ৭ থেকে ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪-২৫ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৮ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে।

ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের (এনইসি) নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, ৫-১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ১১-১২ ডিসেম্বর যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৯-২০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর প্রত্যাহার, ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ ও ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন