হোম > রাজনীতি

রাষ্ট্র সংস্কারের ১৬ প্রস্তাব ইসলামী ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১৫: ৪৬

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্ত করে সাংবিধানিক রূপ দেওয়াসহ ১৬ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা উপস্থাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে স উ ম আবদুস সামাদ ১৬ দফায় ৬৫টি প্রস্তাব উপস্থাপন করেন। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ পূর্তির কমপক্ষে ৬ মাস পূর্বে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ঐকমত্যের ভিত্তিতে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে দলমত-নির্বিশেষে সংলাপের মাধ্যমে বৈষম্যহীন নির্বাচন পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীর ১৭০টি দেশের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকের মতো দেশে নির্বাচন হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এই পদ্ধতিতে একটি দল যত ভোট পায়, সেই অনুপাতে জাতীয় সংসদে আসন পায়। তাই প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে।

এ সময় তিনি নির্বাচন ব্যবস্থার ভারসাম্য রক্ষা, জনপ্রশাসন সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, অর্থনৈতিক, বাজার মনিটরিং, ধর্মীয় ও জাতিগত, সংস্কৃতি, পররাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কারের কথা উল্লেখ করেন।

আবদুস সামাদ বলেন, বিগত নির্বাচনে একদলীয় শাসন কায়েমে নির্বাচন ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হয়েছে। সংবিধানকে কাটা ছেঁড়া করে জর্জরিত করে দেশকে ধ্বংস করে দিয়েছে বিগত স্বৈরশাসক সরকার। তাই নির্বাচন সুষ্ঠু করতে আগের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট। জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—পীর আবু সুফিয়ান আলকাদেরী, এম সোলায়মান ফরিদ, সৈয়দ মুজাফ-ফর আহমদ মুজাদ্দেদী, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, মুহাম্মদ আবদুল হাকিম, মাস্টার আবুল হোসেন, মাসুদুল ইসলাম মাসুদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, মোহাম্মদ আলী হোসাইন, আব্দুর রব সুলতান প্রমুখ।

১৭ বছর পর কারামুক্ত বাবর

প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাবে কি না, সিদ্ধান্তহীনতায় বিএনপি

শোডাউন করে শোকজ খেলেন বিএনপি নেতা শামীম

শৈশবের বন্ধুদের মিলনমেলায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল

সেকশন