নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে এই মুহূর্তে উত্তপ্ত রাজপথ। রাজপথের এই তেজ থাকতেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে যুগপৎ আন্দোলনের নতুন ছক কষছে বিএনপি ও তার শরিকেরা। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করছে তারা। এই অবস্থায় দাবি পূরণ হলেও সরকার পতনের জন্য আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ও শরিক দলগুলোর নেতারা।
রাজধানীতে গতকাল শনিবার এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রসমাজকে বলব, মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই করতে হবে। আমরা তোমাদের সঙ্গে থাকব।’
সংশ্লিষ্ট সূত্র বলেছে, যুগপৎ আন্দোলনকে মাঠে নিতে শরিকদের সঙ্গে গত বৃহস্পতিবার থেকে সিরিজ বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এ পর্যন্ত অন্তত ৯টি দল ও জোটের সঙ্গে বৈঠক হয়েছে। শনিবার গণঅধিকার পরিষদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক হয়। এসব বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু অংশ নেন। গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এই অবৈধ, দখলদার সরকারকে সরানোর যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে আরও গতি সঞ্চার করে সফল সমাপ্তির পথে নিতে আমরা আলোচনা করেছি।’
এদিন লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের ঘরে না ফেরার আহ্বান জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদও। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু কোটা নয়, সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব। কারণ, আপনারা যুবক।
আমরা যখন যুবক ছিলাম, তখন এ দেশকে স্বাধীন করেছি। এখন আপনারা এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেন। সমস্যা সমাধানের পরই আপনারা ঘরে ফিরে যাবেন না। আপনাদের উচিত হবে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। আমরা আপনাদের সঙ্গে আছি।’
এর আগে গত শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় কোটা আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য এভাবে লড়াই করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবে লড়াই করতে হবে।’
লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির মিটিং চলছে। অতীতের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। আগামী দিনে কর্মসূচি কী হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করা হয়েছে। আলোচনা-পর্যালোচনার পর নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে।’