হোম > রাজনীতি

জনপ্রতিনিধিরা আমলার নিচে থাকবেন এটা অসুন্দর লাগে, সংসদে চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অথচ জাতীয় সংসদ সদস্যদের নিরাপত্তায় তেমন কোনো বিধান নেই। এমন পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে এমপিদের প্রটোকল ঠিক করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অস্ত্রধারী আনসার সঙ্গে নিয়ে চলাফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) ব্যাক্কলের মতো ঘুরে। জেলা প্রশাসকেরা বডি গার্ড পেলেও ঢাকা শহরে এমপিদের একা চলতে হয়। 

আজ রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এই মন্তব্য করেন। 

মুজিবুল হক চুন্নু বলেন, এমপিদের মর্যাদা, রাষ্ট্রীয় প্রটোকল এটা জানতে চেয়ে বলতে বলতে মইনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছে। সেটা করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান। তিনি বলেন, ‘করুন আপত্তি নাই। কিন্তু একজন জনপ্রতিনিধি কোনো সরকারি আমলার নিচে থাকবে এটা অসুন্দর লাগে।’ 

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সে আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনওর বাসায় ১০-১২ জন অস্ত্রধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন-চারজন আনসার উইথ আর্মস তারা সঙ্গে নিয়ে যান। আর আমার এমপি ব্যাক্কলের মতো ঘুরে। এমপির পার্সনাল একটা অস্ত্রও নাই।’ 

সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘সময় পরিবর্তন হয়েছে। মাননীয় সংসদ নেত্রী আপনার সঙ্গেতো অনেকে আছে, এমপিরাতো একলা একলা ঘুরে। ডিসির একজন বডি গার্ড আছে, সচিবের বডি গার্ড আছে, আর এমপি ঢাকা শহরে একা একা ঘুরে।’   

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

সেকশন