নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান ওবায়দুল কাদের।
আজ শনিবার সকাল ৯টার পরে ভিসতারা এয়ারলাইনসের ইউকে ১৮১ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমানটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যার সুস্থ আছেন এবং বাসায় রেস্টে আছেন।’
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে দিল্লি যান ওবায়দুল কাদের।