হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার চমক

ক্রীড়া ডেস্ক    

জয়ের পর নাইজেরিয়ার মেয়েদের জয়োল্লাস। ছবি: আইসিসি

প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। টস জিতে আগে নাইজেরিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টাস ওয়াকেলিন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা নির্ধারণ করা হয় ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ইলিয়ান উদেহর ২২ বলে ১৮ ও অধিনায়ক লাকি পিয়েটির ২৫ বলে ১৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ৬৫ রান তোলে নাইজেরিয়া। জয়ের জন্য ৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের মেয়েরা। হেরে যায় ২ রানে।

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু পিয়েটির দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ৬ রানের বেশি নিতে পারেনি তারা। ইভে ওলান্ড ১৪, আনিকা টড ১৯ ও অধিনায়ক ওয়াকেলিন ১৮ রান করলেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা।

আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সামোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল নাইজেরিয়া। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের দুইয়ে আছে তারা। তাতে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল তাদের। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বর আছে। শেষ ম্যাচ তারা খেলবে সামোয়ার বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন লাকি পিয়েটি।

নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় চিটাগং

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

এবার ঢাকার প্রতিশোধ, আরও বেকায়দায় সিলেট

এত সেঞ্চুরি আগে কখনো দেখেনি বিপিএল

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

তামিমের সঙ্গেই এত লাগছে কেন

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

লিটন-তামিমরা কি পারবেন এবার প্রতিশোধ নিতে

সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, দাবি তামিমের

সেকশন