চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতিমতো মাথা খারাপ অবস্থা। ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবেন মরুর দেশে।
সবচেয়ে বড় সমস্যার সমাধান হলেও ভারত এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন ঝামেলা পাকিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর শোনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা অভিযোগ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তার বরাতে আইএনএস লিখেছে, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। ক্রিকেটের জন্য এটা ভালো কিছু না। তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের (পাকিস্তান) নাম জার্সিতে দিতে চাচ্ছে না।’
'BCCI is bringing politics into cricket, which is not at all good for the game. They refused to travel Pakistan. They don't want to send their captain for the opening ceremony, now there are reports that they don't want host nation (Pakistan) name printed on their jersey. We… pic.twitter.com/Z9FrF9FKit
— IANS (@ians_india) January 20, 2025
যেখানেই খেলা হোক, আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকে। টুর্নামেন্টের লোগোর নিচে থাকে সাল ও আয়োজক দেশের নাম। যেমন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার সব দলই টুর্নামেন্টের লোগো ও আয়োজক ভারতের নাম লেখা জার্সি পরে খেলেছিল। পিসিবির আশা এমন পরিস্থিতিতে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি তাদের পাশে দাঁড়াবে। পিসিবি কর্মকর্তার বরাতে আইএএনএস লিখেছে,‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’
তিন এশিয়ান বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড।১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে এদিন মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে এশিয়ার ‘জায়ান্ট কিলার’ আফগানিস্তান।