হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে ‘ভাঁড়’ বলল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম

ক্রীড়া ডেস্ক    

মাঠে বিরাট কোহলির আক্রমণাত্মক আচরণের সঙ্গে বেশির ভাগই পরিচিত। তবে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে কোহলি ধাক্কা মারবেন, এমনটা হয়তো অনেকে ভাবতে পারেননি। কনস্টাসকে ধাক্কা মারায় কোহলিকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ঘটনাটাকে উপস্থাপন করেছে ব্যঙ্গচিত্র এঁকে।

অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছে, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’ সামাজিক মাধ্যমে এই ছবি রীতিমতো ভাইরাল। কনস্টাসকে কোহলির ধাক্কা মারা নিয়ে ব্যঙ্গচিত্রটা যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ছেপেছে, সেটা না বললেও চলছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।

কনস্টাসকে ধাক্কা মারার পর কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ধাক্কা খাওয়া কনস্টাস তাঁর অভিষেকে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছেন। ৬৫ বলে করেছেন ৬০ রান। জসপ্রীত বুমরাকে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচেই কনস্টাস রিভার্স স্কুপে ছক্কা মেরেছেন।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন