হোম > খেলা > ক্রিকেট

নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় চিটাগং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫৬ রানের ইনিংস খেলার পথে মোহাম্মদ নাঈম। ছবি: বিসিবি

জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪.২ ওভারে অলআউট হয়ে যায় ৮০ রানে। তাতে চিটাগং কিংসের জয় ১১১ রানে।

টানা দুই ম্যাচ হারের পর রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় ফিরল চিটাগং কিংস। এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে চিটাগং। আর ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রাজশাহী।

তৃতীয় ওভার শেষ হওয়ার আগে তিন ব্যাটারকে হারিয়ে চাপে থাকা রাজশাহীর হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এনামুল হক বিজয় (২১) ও আকবর আলী। কিন্তু বেশিদূর যেতে পারেননি তাঁরা। ১০ রান করে আকবর আলী বিদায় নিলে ভাঙে এই জুটি। ২১ রান করে বিদায় নেন অধিনায়ক এনামুলও। এই দুজনের বাইরে রাজশাহীর কোনো ব্যাটারই রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি। শরীফুল ও নাঈম নেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে চিটাগং কিংস ৮ উইকেটে তোলে ১৯১ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৮ রানেই স্বাগতিকেরা হারায় ওপেনার উসমান খানকে (৭)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের প্রতিরোধ। ৫১ বলে ৮৪ রান তোলেন তাঁরা। গ্রাহাম ক্লাকের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ২৮ বলে ২টি চার ও ৩ ছয়ে ৪৫ রান করেন তিনি। ক্লার্ক ফিফটি করতে না পারলেও ফিফটি করেছেন ওপেনার নাঈম। সানজামুলের শিকার হওয়ার আগে ৪১ বলে করেন ৫৬। তাঁর এই ইনিংসটিতে আছে ৫টি চার ও ৩টি ছক্কা। ফিফটির পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নাঈম।

নাঈম ও ক্লার্কের বাইরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে করেন ৩২ রান। ১৪ বলে ২৫ রান করেন হায়দার আলী। তৃতীয় উইকেটে নাঈমকে নিয়ে এবং চতুর্থ উইকেটে হায়দার আলীকে নিয়ে মিঠুন ২৭ ও ২৫ রানের জুটি গড়লে চিটাগং কিংসের রান পৌনে দু শ ছাড়িয়ে যায়। তাসকিন আহমেদ ও মোহর শেখ ২টি করে উইকেট পান।

নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার চমক

অঘটন ঘটিয়ে এবার বিদায় নিলেন তিয়েন

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

এবার ঢাকার প্রতিশোধ, আরও বেকায়দায় সিলেট

এত সেঞ্চুরি আগে কখনো দেখেনি বিপিএল

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

তামিমের সঙ্গেই এত লাগছে কেন

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

লিটন-তামিমরা কি পারবেন এবার প্রতিশোধ নিতে

সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, দাবি তামিমের

সেকশন