হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ তানজিম সাকিবের কী হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

চোটে পড়েছেন তানজিম হাসান সাকিব। ছবি: সিলেট স্ট্রাইকার্স

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অবস্থা সন্তোষজনক নয়। টুর্নামেন্টে সাত দলের মধ্যে অবস্থান করছে সাত নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির পেসার তানজিম হাসান সাকিবের চোট বাড়িয়েছে দুশ্চিন্তা।

ঘাড়ের চোটে (অ্যাকিউট টর্টিকোলিস) পড়েছেন তানজিম সাকিব। সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে তিনি এমআরআই করিয়েছেন। যেখানে বড় কোনো সমস্যার লক্ষণ দেখা যায়নি। তবে পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বর্তমানে দলের ফিজিওর তত্ত্বাবধানে থেরাপি ও হিট প্যাক ব্যবহার করছেন। তাঁর দ্রুত সেরে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাতে করে সিলেটের পরবর্তী ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু সিলেট স্ট্রাইকার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।

সূত্র আরও জানিয়েছে, চট্টগ্রাম পর্বে পরশু না খেললেও সিলেট স্ট্রাইকার্সের শেষ তিন ম্যাচে তানজিম সাকিবের খেলার সম্ভাবনা বেশি। সিলেটের সেই ম্যাচ তিনটি হবে মিরপুরে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯.১০ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন। ঘাড়ের চোটে পড়ায় চট্টগ্রাম পর্বে ১৭ ও ২০ জানুয়ারির ম্যাচ দুটিতে অবশ্য খেলতে পারেননি বাংলাদেশের এই তরুণ পেসার।

বিপিএলে চট্টগ্রাম পর্বে চোটের আতঙ্ক

উইন্ডিজকে গুঁড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ, বিশ্বকাপের টিকিট মিলবে তো

ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

ফেডারেশন কাপে এক টিকিটের দুই দাবিদার

মেসির ‘অশোভন আচরণ’ নিয়ে মেক্সিকোর ফুটবলারের ক্ষোভ

চ্যাম্পিয়নস লিগে নামার আগে রিয়ালের দুঃসংবাদ

বার্সেলোনাকে কি আজ হারাতে পারবে পর্তুগিজ ইগল

পাকিস্তানকে নিয়ে ভারতের আরেক ঝামেলা, আইসিসি কী করবে

রাজশাহীর বাজে অবস্থার কারণ তাহলে এটাই

সেকশন