হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগে নামার আগে রিয়ালের দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে অসংখ্য শিরোপা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—কী পায়নি রিয়াল! এবার ক্লাবটি পেয়েছে এক দুঃসংবাদ। কোচ আনচেলত্তির রিয়াল ছাড়ার কথা শোনা যাচ্ছে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম অনডা সেরোর এক প্রতিবেদনে জানা গেছে, মেয়াদ শেষের আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন ইতালিয়ান এই কিংবদন্তি। আনচেলত্তির সঙ্গে রিয়ালের সম্পর্ক ২০২৪-২৫ মৌসুম শেষেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন সময়ে খবরটা এল, যখন লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল খেলবে সালসবুর্গের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় শুরু হবে রিয়াল-সালসবুর্গ ম্যাচ।

২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলছে ৩৬ দল। ১২ পয়েন্ট নিয়ে রিয়াল পয়েন্ট তালিকায় অবস্থান করছে ২০ নম্বরে। ৬ ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে তারা। আনচেলত্তির দল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন।

এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ৩২৩ ম্যাচ ডাগআউটে থেকেছেন। তাঁর অধীনে ক্লাবটি জিতেছে ২৩৩ ম্যাচ। ৪৫টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—সবশেষ ২০২৩-২৪ মৌসুমে এই তিন শিরোপা জিতেছে ট্রেবল জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া ক্লাবটি।

আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর চাউর হওয়ার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। ড্রতে রিয়াল মাদ্রিদ পেয়েছে লেগানেসকে।হেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ ওসাসুনা। বার্সেলোনা খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

বিপিএলে চট্টগ্রাম পর্বে চোটের আতঙ্ক

উইন্ডিজকে গুঁড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ, বিশ্বকাপের টিকিট মিলবে তো

ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ

আলকারাসকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

ফেডারেশন কাপে এক টিকিটের দুই দাবিদার

মেসির ‘অশোভন আচরণ’ নিয়ে মেক্সিকোর ফুটবলারের ক্ষোভ

হঠাৎ তানজিম সাকিবের কী হয়েছে

বার্সেলোনাকে কি আজ হারাতে পারবে পর্তুগিজ ইগল

পাকিস্তানকে নিয়ে ভারতের আরেক ঝামেলা, আইসিসি কী করবে

রাজশাহীর বাজে অবস্থার কারণ তাহলে এটাই

সেকশন