হোম > খেলা > ক্রিকেট

মাঠে নামার অপেক্ষায় মিরাজ-রোচরা, টস হতে দেরি

নিজস্ব প্রতিবেদক

চলছে মাঠ পরিদর্শন। ছবি: আতহার আলী খানের ফেসবুক পেজ থেকে

বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে। ফিল্ড আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠ ও উইকেট পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যামাইকায় গেল সপ্তাহজুড়ে বৃষ্টি ছিল। রোদ খুব একটা না থাকায় মাঠ ও উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব ও লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সকালে মাঠ পরিদর্শনে আসেন। তবে তারা উইকেট ও আশপাশের অংশগুলো কিছুটা ভেজা এবং নরম দেখতে পান। এই পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা স্বাগতিক ও সফরকারী দলের সঙ্গে আলোচনা করে মাঠের পরবর্তী পরিদর্শনের জন্য স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নির্ধারণ করেন।

এদিকে, অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হারা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ১-ব্যবধানে পিছিয়ে রয়েছে। জ্যামাইকা টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর শেষ সুযোগ।

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

সেকশন