বল-ব্যাটের বাইরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছেই। বিপিএলের আগের সংস্করণগুলো বাদ যায়নি বিতর্কের হাত থেকে। এই টুর্নামেন্টের ইস্যুতে বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের মধ্যে তর্কের কথা উঠে এল সংবাদমাধ্যমে, বিসিবি সভাপতির সঙ্গে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্বের কথাও এল, চিটাগং কিংসের প্লাস্টিক মোড়ানো হেলমেট, দুর্বার রাজশাহীর পারিশ্রমিক পরিশোধে গড়িমসি—আগের মতো এবারও অপ্রত্যাশিত অনেক কিছুই ছিল বিপিএলে।
ক্রিকেট খেলা তো ব্যাট-বলের, সে বিবেচনায় এই বিপিএল কি এখন পর্যন্ত কিছুটা হলেও ছাড়িয়ে যায়নি আগের ১০ সংস্করণকে? হাই স্ট্রাইকরেট, ছক্কা-চারের ফুলঝুরি, সর্বোচ্চ সেঞ্চুরি, ২০০ পেরোনো ইনিংস—সবকিছুতেই ছাড়িয়ে যাওয়া ২০২৫ বিপিএল। এ যেমন দেখুন, চলতি বিপিএলে এখন পর্যন্ত ম্যাচ হলো ২৭টি। এর মধ্যেই সেঞ্চুরি হয়ে গেল ৭টি। এত সেঞ্চুরি আগের কোনো বিপিএলে দেখে যায়নি। এখনো বাকি ১৯ ম্যাচ।
বিপিএলের আগের ১০ সংস্করণে কয়টা সেঞ্চুরি হয়েছিল—২০২৪, ২০২০, ২০১৭ ও ২০১৩ বিপিএলে সেঞ্চুরি হয়েছিল ৩টি করে, ২০২৩ সালে ৪টি, ২০২২ বিপিএলে ৪টি, ২০১৯ বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি হয়েছিল। ২০১৫ ও ২০১৬ বিপিএলে ১টি করে এবং ২০১২ সালে বিপিএলের প্রথম সংস্করণে সেঞ্চুরি হয়েছিল ৪টি।
২০২৫ বিপিএলে এখন পর্যন্ত একটি করে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের উসমান খান, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও গ্রাহাম ক্লার্ক, শ্রীলঙ্কান থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। চার বিদেশির সঙ্গে তিন বাংলাদেশি সেঞ্চুরি করেছেন। দেশি-বিদেশি ব্যাটারদের স্ট্রাইকরেটও বেশ দুর্দান্ত।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করা যেন নিয়মিত দৃশ্য! অথচ ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের কাছে ২০০ স্ট্রাইকরেট কঠিন এক কাজই ছিল এত দিন। চলতি বিপিএলে সে কাজটি যেন অনায়াসে করে চলেছেন বাংলাদেশের ব্যাটাররা। গতকাল সন্ধ্যায় খুলনা টাইগার্স-দুর্বার রাজশাহীর ম্যাচের আগপর্যন্ত চলতি বিপিএলের স্ট্রাইকরেটের পরিসংখ্যানে বাংলাদেশের ব্যাটারদের দাপটই বেশি। এখন পর্যন্ত অন্তত ৭০ রান করেছেন, এ রকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ তিনজনের স্ট্রাইকরেট ২০০ ছাড়িয়েছে। ২৫০.০০ স্ট্রাইকরেটে সবার ওপরে বরিশালের ফাহিম আশরাফ থাকলেও ২০০ পেরোনো স্ট্রাইকরেটের তালিকায় বাকি দুটি নাম নুরুল হাসান সোহান (২০১.৮৮) ও সাব্বির রহমান (২০০.০০)।
গত তিন বিপিএলের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের কোনো ব্যাটারেরই স্ট্রাইকরেট ২০০ পেরোয়নি। এমনকি ১৫০ স্ট্রাইকরেটের ব্যাটারও খুঁজে পাওয়া কঠিন। শুধু সাকিব আল হাসান নিয়মিত ১৫০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পেরেছেন। টি-টোয়েন্টিতে মিডল ও লোয়ার মিডল অর্ডারে নামা ব্যাটারদের স্ট্রাইকরেট একটু বেশিই থাকে। যখন তাঁরা নামেন, তাঁদের প্রধান কাজই থাকে নেমে ঝড় তোলা। এবার লিটন দাস (ঢাকা), জাকির হাসান (সিলেট), তানজিদ হাসান তামিমদের (ঢাকা) মতো টপ অর্ডার ব্যাটাররাও এগোচ্ছেন ভালো স্ট্রাইকরেটে।
২৭ ম্যাচ পর্যন্ত—২০০ কিংবা তার বেশি রানের দলীয় ইনিংস পেরিয়েছে ১১টি। এর মধ্যে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৫৪ রান করে রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটাল। ৫৪ ইনিংস পর্যন্ত ১৮০ থেকে ১৯৯ পর্যন্ত স্কোর হয়েছে ১১টি। ১৫০ থেকে ১৭৯ রানের মধ্যে স্কোর হয়েছে ১৬টি। আগের চেয়ে বেশ স্বাস্থ্যবান স্কোর হচ্ছে নিয়মিত।
তানজিদ তামিম (২২), ইয়াসির আলী রাব্বি (১৮), সাব্বির রহমান (১৬), জাকির হাসান (১৬), মাহিদুল ইসলাম অঙ্কন (১৬), লিটন দাসরা (১৫) ছক্কার ফুলঝুরিও ছুটিয়ে চলেছেন। টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই সংখ্যা নিশ্চয়ই আরও অনেক বাড়বে। নানা বিতর্কের মাঝেও ব্যাটে-বলে আগের চেয়ে কিছুটা আলাদা বিপিএল এবার বলাই যায়।
বিপিএলে যত সেঞ্চুরি
বিপিএল সেঞ্চুরি
২০২৫ (চলমান) ৭
২০২৪ ৩
২০২৩ ৪
২০২২ ৪
২০২০ ৩
২০১৯ ৬
২০১৭ ৩
২০১৬ ১
২০১৫ ১
২০১৩ ৩
২০১২ ৪