হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের সঙ্গে থাকছেন না সিডন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন জেমি সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর সিডন্স আর এ দায়িত্বে থাকছেন না।

জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন সিডন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সকালে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। সিডন্স লেখেন, সংক্ষিপ্ত বিরতির পর আমি ঢাকায় ফিরেছি। আমি আর জাতীয় দলের সঙ্গে থাকছি না। কারণ আমি মনে করি, বিসিবিতে আমার সেরা কাজ হবে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের দেখভাল করা এবং তাদের সেরা প্রস্তুতির মাধ্যমে জাতীয় দলের জন্য গড়ে তোলা।’

সিডন্স তাঁর পোস্টে আরও লেখেন, আমি তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ‘এ’ দল ও টাইগার্সের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। জাতীয় দলের সঙ্গে কাজ করাও আমি পছন্দ করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিলে উন্নতি।’

এই মুহূর্তে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সিডন্স।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘জেমি সিডন্সের নিয়োগটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি এত দিন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন টাইগার্স ও ‘এ’ দলের প্রোগ্রামে। জাতীয় দলের সঙ্গে সব সময় সফর করবেন না। প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। তাঁর মূল কাজ হচ্ছে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা। এখন যেমন ওয়ানডে দল ইংল্যান্ডে চলে গেছে, টেস্ট ক্রিকেটাররা দেশে আছে। এরাও জাতীয় দলের ক্রিকেটার। এদের নিয়ে জেমি এখন টাইগার্স প্রোগ্রামে কাজ করবে। জাতীয় দলের ক্রিকেটার, এর আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে তাঁর কাজ। দেশে থেকেই এদের প্রস্তুতিতে সহায়তা করবেন। কারণ, সফরে গেলে ক্রিকেটারদের ডেভেলপমেন্টে কাজ করা যায় না।’

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন