হোম > খেলা > ক্রিকেট

তামিমের অবসর

‘গর্বিত, এমন এক কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ পেয়েছি’

ক্রীড়া ডেস্ক    

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তিনি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরই সাকিব আল হাসান হয়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে এসে পড়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব। দেশসেরা ওপেনারের বিদায়ে আবেগাপ্লুত শান্তও।

তামিমের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগ তাড়িত একটি পোস্টও করেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

তামিমকে মিস করবেন বলে শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’

তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন তামিম। ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তামিমকে কিংবদন্তি উল্লেখ করে শান্ত আরও লেখেন, ‘আমি গর্বিত, এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।

ভালো থাকবেন, তামিম ভাই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘লাভ’ ইমোজি।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন