হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়নি তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। দেড় মাসের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টে তামিম ইকবাল খেলবেন কি না, সেই ধোঁয়াশা কাটছে না এখনো।

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন তামিম। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে বাংলাদেশের জার্সিতে ফিরবেন কি না, সেই প্রশ্ন এলেও তামিম জানিয়েছেন, তাঁর ভাবনায় এখন শুধুই বিপিএল। বরিশালের অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়নস ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি। আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’

বাংলাদেশের জার্সিতে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর সবশেষ খেলেছেন তামিম। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের পর ১৫ মাস ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই ঠিকই। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে চার ম্যাচে ১৫০.৭৯ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছেন তামিম। স্ট্রাইকরেটই প্রমাণ করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি কতটা সিদ্ধহস্ত। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘উপভোগ করছেন বলেই খেলছেন।’

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন