হোম > খেলা > ক্রিকেট

পারিশ্রমিক জটিলতায় কি রাজশাহীর অনুশীলন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২: ৪৩
গতকাল রাতে ঘোষণা দিয়েও আজ সকালে হঠাৎ অনুশীলন বাতিল করেছে রাজশাহী। ছবি: দুর্বার রাজশাহী

গতকাল রাত সোয়া ১১টায় দুর্বার রাজশাহী অফিশিয়ালি জানিয়েছিল, আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের ঠিক ১০-১২ মিনিট আগে তারা আবার হঠাৎ জানিয়েছে, দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আজ তারা বিশ্রামে থেকেই দিনটা পার করবে।

জানা গেছে, বিশ্রামের কথা বললেও রাজশাহীর পারিশ্রমিক জটিলতা থেকেই গেছে। এ জন্যই অনুশীলন বাতিল করেছে কি না, ব্যাপারটিও আলোচনায় রয়েছে। দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। টুর্নামেন্টের মাঝপথেও কোনো পারিশ্রমিক না পেয়ে দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি কাজ করছে। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী আশ্বস্ত করেছে, আগামীকালের মধ্যে কিছু পারিশ্রমিক দেবে ক্রিকেটারদের।

এর আগে ১৪ জানুয়ারি পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। ফলে খেলোয়াড়েরা পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। তবে কেউই স্বীকার করেননি পারিশ্রমিকের জন্যই অনুশীলন বাতিল করা হয়েছে। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, রাজশাহী শুধু আজ বিশ্রাম নিয়েছে। তবে পারিশ্রমিক বকেয়া আছে সেটিও তিনি জানিয়েছেন। পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বাতিল, এটি অবশ্য তিনি বলতে চাননি।

তিন মৌসুম পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফিরেছে আবারও বিপিএলে। ৬ ম্যাচে এখন পর্যন্ত ২ জয় ও ৪ হার তাদের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে তারা। চট্টগ্রাম পর্বে আগামী পরশু সিলেটে স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

দেশের ঘরোয়া লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগে প্রায়ই পারিশ্রমিক বকেয়ার অভিযোগ তোলেন ক্রিকেটাররা। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার বিসিবির কার্যক্রমকে ঢেলে সাজানোর কথা বলে আসছেন শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় চলমান বিপিএল কিছু জায়গায় নতুনত্ব এসেছে। তবে পারিশ্রমিকের ইস্যুটা যেন আগের মতো থেকে গেল।

বিপিএলে ঝড় তোলার আগে সৌম্য বলছেন, আই অ্যাম ব্যাক

বিপিএলে ক্রিকেটারদের বকেয়া টাকা নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি

খারাপ খেললে বাদ পড়তেই হবে, লিটনকে নিয়ে তামিম

ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশের মেয়েরা

সেকশন