হোম > খেলা > ক্রিকেট

আইসিসির মার্চের সেরা সাকিব

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। কেইন উইলিয়ামসন ও আসিফ খানকে টপকে গত মাসের সেরা হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।  

মাসসেরা হওয়া সাকিবের কাছে সবচেয়ে স্মরণীয় হচ্ছে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘যদি গত মাস থেকে উল্লেখযোগ্য কিছু খুঁজে বের করতে হয়, সেটা হচ্ছে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা। দল সব ডিপার্টমেন্টে দারুণ খেলায় আমি নিজের ওপর মনোযোগ দিতে পেরেছি।’  

মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়া সাকিবের প্রাপ্য বলে মনে করেন ফারভিজ মাহরুফ। বাংলাদেশের এই অলরাউন্ডার প্রসঙ্গে মাহরুফ বলেন,  ‘গত মাসে বাংলাদেশের সফলতায় দুর্দান্ত অবদান রাখায় সাকিব আমার ভোট পেয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের মতো সেরা দলকে হারানো। তিন প্রতিদ্বন্দ্বী দুর্দান্ত খেলেছে গত মাসে। আমার কাছে সে দুর্দান্ত খেলোয়াড় এবং মার্চের সেরা ক্রিকেটার হওয়া তার প্রাপ্য।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন