হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ম্যাচ পাবেন কি না নিশ্চিত নন লিটনও

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছে বাংলাদেশের এই ব্যাটার।

এবারের আইপিএলে লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ তিন ম্যাচেই ওপেনিং করেছেন এবং সব মিলিয়ে এই মৌসুমে ৭২ বলে ৯৪ রান করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তাছাড়া জেসন রয়ের মতো আরও এক বিদেশি ওপেনার আছেন কলকাতায়।  লিটন যেহেতু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাধারণ ওপেনিং করেন, তাই গুরবাজ ও রয় থাকায় স্বাভাবিকভাবেই একটু দুশ্চিন্তা কাজ করছে। বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’ 
 
লিটন আরও বলেন, ‘একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।’ লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কলকাতা।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন