ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে দুদিন আগেই ভারতে পৌঁছেছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন সেশনে নেমে পড়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
কলকাতা আজ তাদের ফেসবুক পেজে বাংলাদেশের এই ক্রিকেটারের অনুশীলনের ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ব্যাট প্যাড পরে ব্যাটিং অনুশীলন করছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ক্যাপশনে লিখেছে, ‘কলকাতার জার্সিতে প্রথমবার।’
তাঁর আগে গতকাল লিটনকে বরণ করে কলকাতা। কলকাতা তাদের ফেসবুক পেজে লিটনের ছবি পোস্ট করে লিখেছিল, ‘পৌঁছে গেছে লিটন দা।’প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গত পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে চড়েছিলেন লিটন। এবারের আইপিএলকে তিনি দেখছেন শেখার মঞ্চ হিসেবে। বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’
এপ্রিল মাসের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন। তাতে ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর। ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে লিটনের আইপিএল অভিযান।
২০২৩ আইপিএলে লিটনের ম্যাচের সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ কলকাতা
১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই
২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস দিল্লি
২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস কলকাতা
২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু
২৯ এপ্রিল গুজরাট টাইটান্স কলকাতা