নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলের টিকিট নিয়ে এবার মিরপুর শেরেবাংলায় বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনা ঘটেছে বারবার। ভক্ত-সমর্থকদের ভাঙচুর ও আগুন দিতে দেখা গেছে। বিশৃঙ্খলার পর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার মিরপুরে দর্শকদের ভিড় অনেক বেড়েছে। সেটার চেয়েও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে বেশি করে। স্টেডিয়ামে ঢোকার পথ ও টিকিট বুথে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্টেডিয়ামের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর গেটে সেনাবাহিনী টহল দিয়েছে। অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। স্টেডিয়ামের প্রত্যেক গেটেই কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে দর্শকদের গ্যালারিতে যেতে হয়েছে। গত কদিনের মতো টিকিট নিয়ে কোনো বিশৃঙ্খলা বা অভিযোগ দেখা যায়নি আজ।
বিসিবি গতকাল এক মেইল বার্তায় জানায় যে মিরপুর ন্যাশনাল সুইমিংপুল কমপ্লেক্স সংলগ্ন ইনডোর অনুশীলন গেটে অফলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইনে টিকিট কেনার সুযোগ তো থাকছেই। মিরপুরে আজ বেলা ২টায় শুরু হচ্ছে চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। টস জিতে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স।