হোম > খেলা > ক্রিকেট

এবারের আইপিএল যেন ‘অবিশ্বাস্য প্রিমিয়ার লিগ’

ক্রীড়া ডেস্ক

‘চমক’ শব্দ যেন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেষ ওভারের নাটকীয়তা এখন যেন ‘ডালভাত।’ অবিশ্বাস্য এসব ঘটনা দেখে কেউ কেউ বলছেন এবারের আইপিএল যেন ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ’! 

গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শেষ বলে জয়ের দেখা পেয়েছে, যেখানে বেঙ্গালুরুর ২১৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে লক্ষ্ণৌর জয় সহজই মনে হচ্ছিল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। নাটকীয়তার শুরু এখান থেকেই। শেষ ওভার বোলিংয়ে এসে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান হার্শাল প্যাটেল। শেষ বলে যখন ১ রান দরকার, তখন ঘটে আরও চমকপ্রদ ঘটনা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রবি বিষ্ণুই উইকেট থেকে অনেকটা বেরিয়ে এলেও মানকাডিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি হার্শাল, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। শেষ বল থেকে বাই রান নিয়ে আবেশ খান লক্ষ্ণৌকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে লক্ষ্ণৌ। 

লক্ষ্ণৌর রোমাঞ্চকর জয়ের আগের দিনই এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু রূপকথার মতো জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। এমন জয়ের পর সামাজিক মাধ্যমে চলতে থাকে রিংকু বন্দনা। তাতে আইপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি নিজেদের করে নেয় কলকাতা। এই ম্যাচে বিফলে যায় রশিদ খানের হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। আইপিএলের ইতিহাসে যা ২২তম হ্যাটট্রিক। 

রশিদের মতো গত পরশু যন্ত্রণায় পুড়েছেন শিখর ধাওয়ানও। দিনের অপর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব কিংস ৯ উইকেটে করে ১৪৩ রান। সতীর্থদের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে। পাঞ্চাবও হেরেছে এই ম্যাচ। ১৭ বল আগে ৮ উইকেটের বিশাল জয় পায় হায়দরাবাদ।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন