ক্রীড়া ডেস্ক
বোলার সাকিব আল হাসান আইপিএলে যতটা দারুণ, ব্যাটার হিসেবে তেমন ভালো কিছু করতে পারেননি তিনি। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ—গল্পটা একই। তবে টম মুডির মতে, বাংলাদেশের এই অলরাউন্ডারের বোলিং এবার কলকাতার জন্য হবে ‘বোনাস’।
গত আইপিএলে দল না পাওয়া সাকিব এবার খেলবেন কলকাতার হয়ে। সাকিব ছাড়াও কলকাতায় আছেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়ের মতো দারুণ কিছু স্পিনার। স্পিনারের এত ছড়াছড়ি থাকায় সাকিবের বোলিং তাই মুডির কাছে মনে হচ্ছে ‘বোনাস’। সাকিবকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে দেখার আশা করছেন হায়দরাবাদের সাবেক এই কোচ। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিডল অর্ডারে পাঁচ ম্যাচে ৩২ গড় ও ১২৩.০৭ স্ট্রাইক রেটে করেছেন ৬৪ রান। যার মধ্যে তিন ম্যাচে তিনি ছিলেন অপরাজিত। ক্রিকইনফোকে গতকাল মুডি বলেন, ‘সাকিব দারুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক ভালো ইনিংস আছে। তাকে চার নম্বরে ব্যাটিংয়ে নিয়ে আসুন। সে যে একজন সত্যিকারের ব্যাটসম্যান হিসেবে খেলছে, সেটা তাকে মনে করিয়ে দিন। বোলিংটা বোনাস, কারণ তাদের যথেষ্ট স্পিনার আছে।’
এবারের আইপিএলে কলকাতা টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে অধিনায়ক পরিবর্তন করেছে। শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। কারণ পিঠের চোটে পড়ে শ্রেয়াসের পুরো আইপিএল থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে গত বছর কলকাতার মিডল অর্ডারে দুর্দান্ত খেলেছিলেন শ্রেয়াস। সাকিবকে তাই কলকাতার মিডল অর্ডারের সমস্যার সমাধান মনে করছেন অনেকেই। তাছাড়া কলকাতার ২০১২ ও ২০১৪ আইপিএল দলে দুর্দান্ত অবদান বাংলাদেশের এই অলরাউন্ডারের।