ক্রীড়া ডেস্ক
সিডনি ম্যাচ দিয়েই টেস্টে অবসরে যাবেন ডেভিড ওয়ার্নার। এরপর আর কোনো দিনও অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি পরে খেলা হবে না ওয়ার্নারের। কিন্তু বিদায়ী টেস্টে নামার আগে খুঁজে পাচ্ছেন না নিজের ব্যাগি গ্রিন।
আসলে খুঁজে পাবেন কি করে। ওয়ার্নারের ব্যাগি গ্রিন যে চুরি হয়ে গেছে। এক ভিডিওতে নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাঁহাতি ব্যাটার। টেস্ট খেলতে নামার আগে তাই ব্যাগি গ্রিন ফেরত পেতে ভিডিওতে অনুরোধ করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলার উদ্দেশে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে ওয়ার্নার দেখেন নিজের ব্যাকপ্যাক নেই।
টেস্ট অভিষেকের দিন অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটারই এই ব্যাগি গ্রিন ক্যাপ পান। ওয়ার্নারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু বিদায়ী টেস্ট খেলতে নামার আগে এই বিশেষ কিছুকেই পাচ্ছেন না। যিনি নিয়েছেন তাঁর উদ্দেশ্য ওয়ার্নার বলেছেন, ‘আপনি যদি সত্যিই সেই ব্যাকপ্যাকটি চান তবে আমার কাছে অতিরিক্ত একটা আছে, আপনি সমস্যায় পড়বেন না। অনুগ্রহ করে আমার সামাজিক মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন তাহলে আপনাকে এটি খুশিমনে দেব।’