ক্রীড়া ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন রিংকু সিং। ‘সুপারস্টার’ তকমা পেয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার। রিংকুর ম্যাচ জেতানো ইনিংসকে বিরল ঘটনা মনে করছেন লিটন দাস।
গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেজে এক ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিংকুর সেই বিধ্বংসী ইনিংসের পুনঃপ্রচার দেখছেন লিটন, যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে কলকাতাকে রূপকথার এক জয় এনে দেন রিংকু। রিংকুর ব্যাটিং প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে লিটন বলেন, ‘রিংকু অসাধারণ খেলেছে। এটা কখনো হয়নি যে এক ওভারে দরকার ২৯ রান। পরে ৫ বলে ২৮ রানের মোকাবিলায় ৫টাই ছয়। এ ঘটনা বিরল। ক্রিকেটে আবার কবে হবে কেউ জানে না।’
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গত পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে চড়েছিলেন লিটন। সেদিনই কলকাতার অবিশ্বাস্যভাবে ম্যাচ জয় প্রসঙ্গে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি নামার সঙ্গে সঙ্গে আমরা ম্যাচ জিতে গেছি। এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’ আইপিএল খেলতে এপ্রিল মাসের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন। তাতে ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর। ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে লিটনের আইপিএল অভিযান। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে গতকাল বরণ করেছে কলকাতা।