হোম > খেলা > ক্রিকেট

আবারও মিরপুরে হট্টগোল, এবার বিপিএলের টিকিট বুথে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে আজ টিকিট বুথে আগুন দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হামলার ঘটনা এবারের বিপিএলে খুবই পরিচিত। ৩০ ডিসেম্বর ম্যাচ শুরুর দিনই বিসিবিতে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও উত্তপ্ত হয়েছে মিরপুরের পরিস্থিতি।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা আজ দুপুর ১২টায় সুইমিংপুলের ২ নম্বর গেটে একটি টিকিট বুথে আগুন দিয়েছে দর্শক। অনলাইনে যাঁরা টিকিট কাটতে পারছেন না, তাঁদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম বেশি কেন? পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ আসে ঘটনাস্থলে। এরপর বিক্ষুব্ধ জনতা চলে যায় স্টেডিয়ামের ৫ নম্বর গেটে। হট্টগোলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মিরপুরে হামলার দিনও আজ নির্ধারিত ১টা ৩০ মিনিটে শুরু হয়েছে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেসারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছে দলটি।

অনলাইন থেকেই এবারের বিপিএলের টিকিট কেনা যাচ্ছে। পাশাপাশি মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও পাওয়া যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন