নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে মেহরাব হোসেন অপি ও সজল আহমেদ চৌধুরীকে। দুজনই অবশ্য আগেও বিভিন্ন সময়ে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন।
অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন অপি। আর ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন সজল। আগে থেকেই বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন হাসিবুল হোসেন শান্ত, এহসানুল হক, সাজ্জাদ আহমেদ শিপন ও হান্নান সরকার।
নতুন দুই নির্বাচককে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবছরই তাঁদের চুক্তি নবায়ন হবে। অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করবেন এই নির্বাচকেরা।