হোম > খেলা > ক্রিকেট

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ছবি: আইসিসি

নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

জান্নাতুল মাওয়া-ফাহমিদা ছোঁয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল। ৫ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখে নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

লক্ষ্যটা বড় না হলেও ১১ রানে বাংলাদেশের ৩ উইকেট নিয়ে শুরুতে বড়সড় ধাক্কা দেয় নেপালের বোলাররা। তিন টপ অর্ডার—সুমাইয়া আক্তার সুবর্ণা (২), ফাহমিদা ছোঁয়া (১) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরেও। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে সাদিয়া ইসলামের ১৬ ও পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সুমাইয়ার ১২ রানের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।

বাকি কাজ সারেন আফিয়া আসিমা ইরা ও জান্নাতুল মাওয়া। ইরা ৯ ও মাওয়া ৫ রানে অপরাজিত থাকেন। নেপালের বোলারদের মধ্যে পূজা মাহাতো, রচনা চৌধুরী, রিয়া শর্মা ও সীমানা কেসি একটি করে উইকেট নিয়েছেন।

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নেপালের দুই ব্যাটারই শুধু দুই অঙ্কের ফিগারে পৌঁছাতে পেরেছেন। ওপেনার সানা প্রবীণ ১৯ ও সীমানার ব্যাট থেকে আসে ১০ রান। চার ব্যাটার ফিরেছেন রান আউটে কাটা পড়ে। মাওয়া ৪ ওভারে ১১ রানে ২ উইকেট, ছোঁয়া, আনিসা আক্তার সোবা ও নিশি আক্তার শিকার করেছেন ১টি করে উইকেট।

পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

সেকশন