হোম > খেলা > ক্রিকেট

আল জাজিরার দোষীদের ‘দোষ’ খুঁজে পায়নি আইসিসি

ক্রীড়া ডেস্ক

ঢাকা: ভারতের একাধিক ম্যাচে হয়েছিল ম্যাচ ফিক্সিং—২০১৮ সালে এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করেছিল আল জাজিরা। ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ ব্যক্তির দিকে আঙুলও তুলেছিল কাতারভিত্তিক টেলিভিশনটি। তিন বছরের তদন্ত শেষে সন্দেহভাজন সেই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণের ঘাটতি পেয়েছে আইসিসি।

‘ক্রিকেটস ম্যাচ ফিক্সারস’ নামের প্রতিবেদনটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ২৭ মে। প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয়, ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড ও ২০১৭ সালে রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ফিক্সিংয়ে জড়িত পাঁচ ব্যক্তি।

প্রচারিত প্রতিবেদনের পরই চার সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। মূলত তিনটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছিলেন অনুসন্ধানকারীরা: আল জাজিরার অভিযোগ, কারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আর আল জাজিরা কীভাবে এসব তথ্য পেল?

আল জাজিরার প্রতিবেদনটিতে অভিযুক্ত পাঁচ ব্যক্তির সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিন বছরের তদন্ত শেষে তাঁরা বলছেন, অভিযুক্তদের অপরাধের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘প্রতিবেদন অনুযায়ী যারা পুরো বিষয়টি চিত্রায়িত করেছেন তাঁদের আচরণ নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রতিবেদনের পুরো কথোপকথনের সারমর্ম আর কোথায় কী কথা হয়েছে, সেটির কোনো অর্থ খুঁজে পাইনি।’

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন