ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সহজেই হারলেন লিটন-শান্ত-মাহমুদউল্লাহরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে ১৮৮ রান করার পর ডিএলএস পদ্ধতিতে ৩৭ ওভারে ১৯৭ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ৭৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই যে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে সাকিববিহীন বাংলাদেশ দল জিতবে, এমনটা আশা করেনি কেউ। কিন্তু মাঠে দলের লড়াইয়ের যে প্রত্যাশা করা হয়েছিল, সেটি পূরণ করতে পারেনি দল। ব্যাটিংয়ে আশানুরূপ ব্যাটিং হয়নি। লক্ষ্য ছোট হওয়ায় মারকুটে ইংলিশ ব্যাটারদের সেভাবে বিপাকেও ফেলতে পারেননি বোলাররা।
দলীয় ৯ রানে অবশ্য ডেভিড মালানকে ফিরিয়ে দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ তো আর শুধু মালাননির্ভর নয়! জনি বেয়ারস্টো মোস্তাফিজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২১ বলে করে গেলেন ৩৪। এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে ২৬ রানে অপরাজিত থাকলেন জো রুট। আর মঈন আলী ৩৯ বলে ৫৬ রান করলে ২৪.১ ওভারেই জিতে যায় ইংল্যান্ড। বস্তুত ইংলিশ ব্যাটাররা খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে। বেয়ারস্টো, মঈনের ব্যাটিং স্ট্রাইকরেট ১৬১.০০ ও ১৪৩.৫৮। বাটলারের ৩০ রানের ইনিংসটির স্ট্রাইকরেট ২০০.০০!
এর আগে প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলতে নেমে প্রথম পাঁচ ওভারেই ফিরে যান লিটন দাস (৫) ও শান্ত (২)। দুজনকেই ফেরান রিস টপলি। ওপেনার তানজিদ হাসান মার্ক উডের শিকার হওয়ার আগে ৪৫ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
আগের ম্যাচের মতো এ ম্যাচেও তানজিদের রানপ্রাপ্তি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক দিক। তবে বেশি রান করায় তানজিদকে ছাড়িয়ে গেছেন চার নম্বরে নামা মিরাজ। ডেভিড উইলির শিকার হওয়ার আগে ৮৯ বলে করেছেন ৭৪ রান। ১০টি চারে সাজানো তাঁর ইনিংস। মিরাজের উইকেটে আসার আগে ২১ বলে ১৮ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ, এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি হৃদয়ও। কারেনের শিকার হওয়ার আগে ১৩ বলে করেছেন ৫ রান।
বাংলাদেশ ইনিংসের ৩০ ওভার পর বৃষ্টি আনাগোনায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৭ ওভারে। শেষ ৭ ওভারে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।