হোম > খেলা > ক্রিকেট

এবার ফিক্সিং নিয়ে যা বলল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। কিন্তু আজ ঢাকায় এক বৈঠকে বিপিএল নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর খুঁজতে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল। 

বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বৈঠক হয়েছে কি না, এই ব্যাপারে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে না, পুরো বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি বা যেসব বিষয় প্রয়োজন মনে করেছি, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) এবং বোর্ডের যারা পরিচালক আছেন, তাদের সে বিষয়গুলো বিপিএল গভর্নিং কাউন্সিল অবগত করেছে।’ 

গত কয়েক দিন ধরে ফিক্সিং নিয়ে খবর রয়েছে গণমাধ্যমে। সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না এবং এটা বিপিএলের জন্য ‘অশনিসংকেত’ কি না? এ প্রশ্নোত্তরে সুজন বললেন, ‘ফিক্সিংয়ের কোনো বিষয় এখনো আমাদের অফিশিয়ালি জানানো হয়নি। যদি অফিশিয়ালি রিপোর্ট করা হয়, তখন আমরা বিষয়টি দেখব। তবে আমি বলব যে, এটা এলার্মিং। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে আসেনি, তাই আমরা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। স্বাভাবিকভাবেই আমাদের টুর্নামেন্ট এগোচ্ছে।’ 

বিপিএল এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, তা নিয়ে সন্তুষ্ট বিসিবি। সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা আমাদের আয়োজন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট।’ 

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন