নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’
কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।
চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।