হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ পাতানোয় ১৪ বছর নিষিদ্ধ হলেন যে ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ম্যাচ পাতানোয় বড় রকমের শাস্তি পেলেন ভারতীয়-সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটার মেহের ছায়াকর। সব ধরনের ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আমিরাতের এই ক্রিকেটারকে ১৪ বছর নিষিদ্ধ করেছে। আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার সাতটি ধারা ভঙ্গ করেছেন এই ক্রিকেটার।

আইসিসির দুটো ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে ছায়াকরের বিরুদ্ধে। ২০১৯ এর এপ্রিলে জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে সিরিজ এবং ওই বছরের জুলাই-আগস্টে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। 

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমরা মেহার ছায়াকরের ব্যাপারে প্রথম জানতে পারি ২০১৮ সালে। তখন আজমানে একটি ‘পাতানো’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিল সে। ক্রিকেটকে কলুষিত করতে এরপর তিনি নিয়মিতই করে গেছে। এ সব অভিযোগ প্রমাণিত হওয়াতেই তাঁকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ 

ছায়াকরকে নিষিদ্ধ করলে ক্রিকেটে ম্যাচ পাতানো কমে যাবে বলে মনে করছেন মার্শাল। মার্শাল বলেন, ‘যারা ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ১৪ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাইব্যুনাল এই বার্তাই দিয়েছে যে ক্রিকেটকে দুর্নীতিগ্রস্ত করার পরিণাম কী হতে পারে।’

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন