হোম > খেলা > ক্রিকেট

বাইক দুর্ঘটনায় ফাইনাল শেষ অস্ট্রেলিয়ান ব্যাটারের

ক্রীড়া ডেস্ক

শেফিল্ড শিল্ডের ফাইনালের আগে বড় ধাক্কাই খেল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দলের সেরা ব্যাটারকে পাচ্ছে না তারা। শখের সাইকেল চালানোই এবার কাল হয়েছে ক্যামেরন ব্যানক্রফটের।

সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ব্যানক্রফট। কনকাশন সমস্যার কারণে তাই ফাইনাল খেলা হচ্ছে না তাঁর। ৯১৪ রান করা তাসমানিয়ার ব্যাটার বিউ ওয়েবস্টারের পর অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর ৭৭৮ রানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। দলকে ফাইনালে তুলতে ৪৮.৬২ গড়ে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে এই রান করেছেন ৩১ বছর বয়সী ব্যাটার।

দুর্দান্ত ছন্দে থাকা ব্যানক্রফটের ছিটকে যাওয়া তাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য বিশাল ধাক্কাই। আগামী বৃহস্পতিবার আবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে তারা। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ তাসমানিয়া। ব্যানক্রফট ছিটকে যাওয়ায় তাই নিশ্চিতভাবেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনিংয়েও পরিবর্তন আসছে।

অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে উদ্বোধনী জুটিতে যাদের নাম বেশি আসছে তারা হচ্ছেন ডার্সি শর্ট এবং টিগ ওয়াইলি। এই দুজনের বাইরে জেইডেন গুডউইনকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

শেফিল্ড শিল্ডে গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ছন্দে আছেন ব্যানক্রফট। সর্বশেষ মৌসুমে তো ৯৪৫ রানে শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন। ধারাবাহিক ছন্দের কারণে তাই আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পাওয়ার কথা ছিল তাঁর। পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার টেস্টকে বিদায় জানানোয় সেই সুযোগ তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ডাক পাননি তিনি। সাবেক বাঁহাতি ব্যাটারের জায়গা নিয়েছেন স্টিভেন স্মিথ। দীর্ঘ সংস্করণে চারে খেলা স্মিথ অবশ্য দলের চাহিদা পূরণ করতে পারেননি। সেদিক থেকে এখন পর্যন্ত ১০ টেস্ট খেলা ব্যানক্রফটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন