হোম > খেলা > ক্রিকেট

এবার মোস্তাফিজকে কেনেনি আইপিএলের কোনো দল

ক্রীড়া ডেস্ক    

দল পাননি মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিসিআই

আলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সবশেষ আইপিএলে মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চেন্নাইসহ এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে।

চেন্নাইয়ের হয়ে সবশেষ আইপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। তার আগেও উজ্জ্বল ছিলেন তিনি। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক মৌসুমে ওভারপ্রতি ৬.৯০ রান দিয়ে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

সেবার পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি। এখন পর্যন্ত এই পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার মোস্তাফিজ। ২০২১ আইপিএলে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন।

মোস্তাফিজের পাশাপাশি প্রথমবার আইপিএলের নিলামে থাকা রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন