ক্রীড়া ডেস্ক
২০২৪ সালটা যেন আফগানিস্তানের জন্য ইতিহাস গড়ার। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলে আফগানরা। ‘জায়ান্ট কিলারের’ তকমা পাওয়া আফগানদের এবারের শিকার দক্ষিণ আফ্রিকা।
আইসিসি ইভেন্ট ছাড়া আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না এত দিন। সবশেষ ত্রিনিদাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। সেই হারের বদলাই গতকাল রাতে শারজায় নিয়েছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইতিহাস গড়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। নবী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এক অপূর্ব অনুভূতি! আমরা প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছি। এই বিজয়ে দলের অংশ হতে পেরে গর্বিত। আপনাদের দোয়ার প্রত্যাশায়।’
প্রথম কোনো ভেন্যু হিসেবে ওয়ানডেতে ২৫০ ম্যাচ আয়োজনের রেকর্ড হয়েছে গত রাতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দিয়ে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা ৩৩.৩ ওভারে অলআউট হয়েছিল ১০৬ রানে। রশিদ ৮.৩ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ১০৭ রান তাড়া করতে নেমে ১৪৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রশিদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ঐতিহাসিক বিজয়ের জন্য দেশবাসী ও ভক্তদের অভিনন্দন। আফগানিস্তান জিন্দাবাদ।’ ক্যাপশনের শেষে আফগানিস্তানের পতাকা পোস্ট করেছেন।
এবারই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেখানে গতকাল প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৬ রানেই ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। খাদে পড়া দক্ষিণ আফ্রিকা ১০০ পেরোতে পেরেছে উইয়ান মুল্ডারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে। ৭ নম্বরে নেমে মুল্ডার ৮৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৫২ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘আমরা কয়েক রান কম করেছিলাম। আশা করি শুক্রবার ভালো কোনো পরিকল্পনা নিয়ে নামতে পারব। তারা আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। তবে এখনো বিশ্বাস করি যে আমাদের ব্যাটিং ইউনিট খুব শক্তিশালী।’