হোম > খেলা > ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ সাকিব পুষিয়ে দিচ্ছেন ব্যাট হাতে

ক্রীড়া ডেস্ক   

ব্যাট হাতে সাকিব আল হাসানের তাণ্ডব। ছবি: গল মার্ভেলস

বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।

নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।

ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।

এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।

জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

সেকশন