ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ফিফটিতে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন করেছেন ডেভিড ওয়ার্নার। পুরো আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অজি ওপেনার।
আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে ওয়ার্নারকে লড়তে হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে। দারুণ খেলে পাকিস্তানকে বিশ্বকাপের সেমিতে তুললেও শিরোপা জেতাতে পারেননি বাবর, যা পেরেছেন ওয়ার্নার। তাই তার হাতে আসরের পুরস্কার নিয়ে খুব বেশি আপত্তি এখনো দেখা যায়নি কেবল শোয়েব আখতার বাদে!
৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন বাবর আজম। ৭ ম্যাচে ওয়ার্নারের রান ২৮৯, গড় ৪৮.১৬। ৭০.২৫ গড়ে ২৮১ রান করেছেন পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
বাবর আজমই হবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, এমন আশায় ছিলেন শোয়েব আখতার। কিন্তু ওয়ার্নারের হাতে এই পুরস্কার দেখে আইসিসির সমালোচনা করেছেন সাবেক গতিদানব, ‘ভেবেছিলাম বাবর আজম ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে। নিশ্চিতভাবে অন্যায় সিদ্ধান্ত।’