হোম > খেলা > ক্রিকেট

রক্তাক্ত মুখ নিয়েই খেলছেন বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচ চলাকালে মারাত্মক চোট পেয়েছেন বরিশালের উইকেটরক্ষক এনামুল হক বিজয়।

চতুরঙ্গ ডি সিলভার এক ডেলিভারি বিজয়ের চোখের নিচে গিয়ে লাগে। এতে বিজয়ের ডান চোখের নিচে মারাত্মক জখম হয়। রক্তও বের হতে দেখা যায়। বিজয় অবশ্য এই চোট নিয়েই ফিল্ডিং চালিয়ে গেছেন।

টস জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শোয়েব মালিকের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে রংপুর।

ইনিংসের প্রথম বলেই বরিশালকে উইকেট এনে দেন সাকিব। কট বিহাইন্ডে মোহাম্মদ নাঈম শেখকে রানের খাতা খোলার আগেই ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার। 

সঙ্গী দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও আরেক ওপেনার রনি তালুকদার এই ম্যাচেও চড়াও হন বরিশালের বোলারদের ওপর। রান ওঠার সঙ্গে উইকেটও হারাতে থাকে রংপুর। শেখ মাহেদী হাসানকে ৬ রানে ফেরান এবাদত হোসেন। ডি সিলভার বলে বোল্ড হয়ে ২ রানে ড্রেসিংরুমে ফেরেন সিকান্দার রাজা।

রাজা যে বলে আউট হন, ওই পাওয়ারপ্লের পঞ্চম ওভারের চতুর্থ বলেই চোট পান বিজয়। স্টাম্পের মাথা ছুঁয়ে বল লাফিয়ে উঠে বিজয়ের চোখের নিচে গিয়ে লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার।

পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে রংপুর। চতুর্থ উইকেটে শোয়েব মালিককে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন রনি। ইনিংসের নবম ওভারে রংপুরের ৭৬ রানে রনিকে বোল্ড করেন ধনাঞ্জয়া। আউট হওয়ার আগে ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে যান রংপুরের এই ওপেনার। ৫টি চার ও ১টি ছক্কা ছিল ইনিংস। আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন রনি।

দায়িত্বশীল ব্যাটিংয়ে মালিক তুলে নেন ফিফটি। ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি ব্যাটার। ৫টি চার ও ২টি ছক্কা ছিল ইনিংসে।

বরিশালের হয়ে মেহেদী হাসান মিরাজ ও ডি সিলভা ২টি করে উইকেট নিয়েছেন।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন