হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজের স্যামি পেলেন পাকিস্তানের ‘সিতারা-ই-পাকিস্তান’ 

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মাননা পেয়েছেন স্যামি। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে তাদের পাশে থাকায় এই সম্মাননা পেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই সাবেক অধিনায়ক। 

২০১৭ সালে লাহোরে পিএসএলের ফাইনালে খেলতে যখন আপত্তি জানিয়েছিলেন অধিকাংশ বিদেশি খেলোয়াড় তখন সামনে এগিয়ে এসেছিলেন স্যামি। লাহোরের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন পেশোয়ার জালমিকে। স্যামির সাহসী সিদ্ধান্তে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর নির্বাসিত পাকিস্তানে ধীরে ধীরে ফিরতে থাকে আন্তর্জাতিক ক্রিকেট। 

সাহসী কাণ্ডে পাকিস্তানিদের চোখের মণি হয়ে ওঠেন উইন্ডিজকে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যামি। পিএসএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন পেশোয়ার জালমিকেও। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটকে উদ্ধারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে পেয়েছেন দেশটির সম্মানসূচক নাগরিকত্ব। এবার পেলেন সম্মাননাও। 

বর্তমানে পেশোয়ার জালমির প্রধান কোচের গলায় পরিয়ে দেওয়া হয়েছে ‘সিতারা-ই-পাকিস্তান’র পদক। হাতে তুলে দেওয়া হয়েছে প্রশংসা পত্র। সেই প্রশংসাপত্র হাতে টুইটারে ছবি পোস্ট করে স্যামি লিখেছেন, ‘পাকিস্তান আমার কাছে নিজের বাড়ির মতো।  যেসব দেশে গেলে আমার ভালো লাগে পাকিস্তান তাদের একটি। এই সম্মাননা আমার কাছে অনেক গর্বের। আমি দারুণ খুশি।’

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন