হোম > খেলা > ফুটবল

মেসিরা যা পারেননি, সেটাই করেছেন ভিকিরা

ক্রীড়া ডেস্ক

ঢাকা: ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি বার্সেলোনা। লিওলেন মেসিরা গত ছয় বছরে যেটা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছে বার্সেলোনার নারী ফুটবল দল। ২০১৯ সালে ফাইনালে লিঁওর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বার্সার মেয়েদের।

কাল ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে লিঁওর টানা পাঁচবার ইউরোপ–সেরার রাজত্ব ভাঙেন ভিকি ওসাদারা।

পথটা একেবারেই সহজ ছিল না কাতালান মেয়েদের জন্য। বার্সার মেয়েদের ইউরোপ–সেরা হওয়ার এই পথটা খুব কাছ থেকে দেখেছেন জর্ডি মেস্ত্রে। বার্সালোনার সাবেক এই সভাপতি ২০১০ সাল থেকে চার বছর মেয়েদের ফুটবলের দায়িত্বে ছিলেন।

কাছ থেকে দেখেছেন মেয়েদের ফুটবল নিয়ে মানুষের ভাবনা। পৃষ্ঠপোষক থেকে শুরু করে কোনো সুযোগ–সুবিধাই ছিল না। মেয়েদেরও এই বিশ্বাসটা ছিল না, তাঁরা সবার সামনে খেলতে পারেন। ব্যাখ্যাটা জর্ডি দিয়েছেন এভাবে, ‘দায়িত্ব পাওয়ার পর প্রাক্‌–মৌসুমের প্রস্তুতি দেখতে একদিন ক্যাম্পে গিয়েছিলাম।

কোচসহ সব খেলোয়াড় আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল কোনো অপরাধ করে তাদের সামনে গিয়েছি! একজন পুরুষ বোর্ড কর্মকর্তা তাদের সামনে আসতে পারে, এটা যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না।’

এই পরিস্থিতি থেকে বার্সার মেয়েরা গত তিনটি চ্যাম্পিয়নস লিগের দুটিতেই ফাইনাল খেলেছে। স্পেনের প্রথম ক্লাব হিসেবে ইউরোপ–সেরা হওয়াও এই পথ ধরেই। সংবাদমাধ্যম–বোর্ড সবার আগ্রহের বাইরে থাকা দলটা প্রথম আলোচনায় আসে ২০১২ সালে। সেবারই প্রথম বড় কোনো শিরোপা জিতেছিল কাতালান মেয়েরা।

বার্সার আগে স্পেনের কোনো ক্লাব এখনো মেয়েদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে পারেনি। বার্সেলোনার এই দলের প্রায় সব সদস্য একটি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছিলেন ২০১৫ সালে। ২০১৫ সালে মেয়েদের ফুটবলের দায়িত্ব নেওয়া মারিয়া টেক্সিডর সেসব দিনের কথা রোমন্থন করেছেন এভাবে, ‘ওরা ম্যাচের পর ম্যাচ হতাশ করেছে। কিন্তু আমরা আমাদের প্রক্রিয়া থেকে কখনোই সরে আসিনি। আমরা একটা কৌশল নিয়ে এগিয়েছিলাম। আজ আমরা সেটার ফল পেয়েছি।’

ইউরোপ–সেরা হওয়ার আবেগ ছুঁয়ে গেছে ভিকি লোসাদাকে। ১৪ বছর বয়সে বার্সায় এসেছিলেন ভিকি। বার্সা অধিনায়কের শৈশবের অচেনা দলটা আজ সবার মুখে মুখে। অচেনা দলটাকে সবার সামনে নিয়ে আসার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘণ্টা মনে পড়ে ভিকির।

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন