ক্রীড়া ডেস্ক
ঢাকা: পরশু রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সার্জিও রামোস। রিয়াল ছাড়ার দুঃখ এখনো ভুলতে পারছেন না রামোস। ঘোষণার পরদিনই তাই ক্লাবকে নিয়ে নিজের ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন এই রিয়াল তারকা। ১৬ বছরে রিয়ালকে কতটা আপন করে নিয়েছিলেন, রামোস যেন সেটাই ফুটিয়ে তুললেন পোস্টে।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন রামোস। ১৬ বছরে রিয়ালের সঙ্গে রামোসের কত স্মৃতিই না জড়িয়ে আছে। কাল রাতে রিয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে ফেসবুকে রামোস লিখেছেন, ‘এমন মুহূর্ত আসবে কখনো ভাবিনি। কিন্তু সবকিছুরই তো শুরু আর শেষ আছে। বিদায় জানাচ্ছি এই জার্সিকে, যে জার্সি আমাকে সবকিছুই দিয়েছে। বিদায় বলছি আমার বাড়ি, ক্লাব, সতীর্থ ও ভক্তদের। সবাইকে ধন্যবাদ এই দীর্ঘ পথচলায় আমার সঙ্গে থাকার জন্য।’
রিয়ালের হয়ে রামোসের ব্যক্তিগত অর্জনও কম নয়। রিয়ালে ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন এই সেন্টার ব্যাক। লস ব্লাঙ্কোসদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, পাঁচটি লা লিগা শিরোপা, পাঁচটি কোপা ডেল রে এবং চারটি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস। নিজের এই অর্জন নিয়ে খুশি রামোস, ‘১৬ বছরের এই দীর্ঘ যাত্রায় আমি যা অর্জন করেছি তাতে আমি খুব খুশি। রিয়ালের হয়ে ২২টি শিরোপা জিতেছি। আমি বিদায় বলব না, শুধু বলবে শিগগিরই দেখা হবে, আমি আবার ফিরব।’
রামোসকে আরও এক বছর থাকার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে শর্ত ছিল, এই এক বছর আগের বেতনের চেয়ে ১০ শতাংশ কম বেতন পাবেন। রামোস চেয়েছিলেন চুক্তিটা দুই বছরের হোক। এতে রাজি ছিল না স্প্যানিশ ক্লাবটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন রামোস।