হোম > খেলা > ফুটবল

রোনালদোর কারণে জুভেন্টাসের ঐক্য নষ্ট হয়েছে

ক্রীড়া ডেস্ক

দলবদলে নাটকীয়তা জমিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য দলে ভিড়িয়েছিল ‘তুরিনের বুড়িরা’। কিন্তু তিন মৌসুম সেখানে থেকেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি রোনালদো। 

উল্টো জুভেন্টাসের দলীয় ঐক্য নষ্ট করেছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইতালি ও জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রোনালদো যে মৌসুমে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সেই মৌসুমে ক্লাব ছেড়েছিলেন বুফন। 

প্রথম মৌসুমে না পেলেও পরের দুই মৌসুমে জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। সাবেক রিয়াল তারকাকে নিয়ে বুফনের দাবি, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ তো জিততে পারেনি জুভেন্টাস, উল্টো দলীয় ঐক্যও জলাঞ্জলি দিতে হয়েছে। 

রোনালদো যোগ দেওয়ার মৌসুমে শেষ আট থেকে বিদায় নেয় জুভেন্টাস। অথচ এর আগের চার মৌসুমের দুটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলটি। পরের মৌসুমে বুফন ফিরেও ভাগ্য বদলাতে পারেননি। এবার জুভরা বিদায় নেয় শেষ ষোলো থেকেই। 

সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যাসটা হারিয়ে গেছে জুভেন্টাস থেকে। সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন